আমরা আরও ভালো দল হিসেবে ফিরব, পরের মরশুম নিয়ে ভাবছেন নীতিশ রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩ অভিযান শেষ হল কলকাতা নাইট রাইডার্সের। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১ রানে পরাজিত হয় নাইটরা।
এমন হারে স্বাভাবিকভাবে হতাশ হলেও এই মরশুম থেকে ইতিবাচকতা পেতে চান কলকাতা অধিনায়ক নীতিশ রানা। ম্যাচের পর সাক্ষাৎকারে রানা বলেছেন, "ফলাফল হয়ত আমাদের পক্ষে যায়নি, কিন্তু এই মরশুমে অনেক ইতিবাচক বিষয় আমরা পেয়েছি। আশা করছি পরের বার আমরা আরও ভালো একটি দল হিসেবে ফিরব।"
কিন্তু কেন প্লেঅফসে উঠতে পারল না নাইটরা। এই নিয়ে হতাশ সুরে রানা বলেছেন, "আপনাকে পরপর জিততে হবে, আর আমার খারাপ লাগছে যে আমাদের ক্ষমতা ছিল খেলা শেষ করার।"
তবে এই ম্যাচেও কলকাতাকে ম্যাচ জেতানোর শেষ চেষ্টা চালিয়ে যান রিঙ্কু সিং। মাত্র ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু। তার প্রশংসায় কলকাতা অধিনায়ক বলেছেন, "মনে হয় প্রতিটা ম্যাচের পর যখনই মাইক ধরেছি তখনই রিঙ্কুকে নিয়ে কথা বলেছি। ওকে ব্যাখ্যা করার মত কোনও ভাষা নেই আমার। যদি ও এই পরিস্থিতিতে এভাবে ব্যাট করতে পারে, তাহলে ও সব কিছু করতে পারে।"