সহজ ম্যাচকে কঠিন করে জিতে প্লেঅফের আরও কাছে পৌঁছল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এ ভালো সময় অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। ধুঁকতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সহজ ম্যাচটিকে কঠিন করে জিতে নিল নাইটরা। আর এর জেরে প্লে অফের দৌড়ে আরও এগিয়ে গেল দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান তুলতে পারে। অফ ফর্মে থাকা প্রিয়ম গর্গ ৩১ বল খেলে কেবল ২১ রান করতে পারেন। তবে ম্যাচ ঘুরে যায় যখন ভালো খেলতে থাকা অধিনায়ক কেন উইলিয়ামসন রান আউট হন। শেষ আব্দুল সামাদের ২৫ রানের ক্যামিও ইনিংসের জেরে এই রানে আসে হায়দ্রাবাদ।
নাইটদের বোলিংয়ে দারুণ কামাল করে স্পিনাররা। ফের দলে ফিরে শাকিব আল হাসান (১-২০) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। এছাড়া বরুণ চক্রবর্তী (২-২৬) ও সুনীল নারাইন (০-১২) ছিলেন অসাধারণ।
জবাবে শুরুতে অস্বস্তিতে পড়েছিল নাইটরা। ফর্মে থাকা দুই ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠী দ্রুত আউট হন। এরপর খেলাটি ধরেন শুভমন গিল ও নীতিশ রানা। কিছুটা ধীরগতিতে খেললেও খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখেন তারা। আর অফ ফর্মকে কাটিয়ে দায়িত্বশীল অর্ধশতরান করেন গিল (৫৭)। শেষ ওভারে খেলা গেলেও দুই বল বাকি থাকতে বাউন্ডারি মেরে ম্যাচ বার করে দেন দীনেশ কার্তিক।
আর এই জয়ের জেরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে গেল নাইটরা। এবং শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারাতে পারলেই প্লে অফ নিশ্চিত কলকাতার।