শার্দুল-রিঙ্কুতে শুরু, রহস্য স্পিনে শেষ, কলকাতার কাছে নাস্তানাবুদ ব্যাঙ্গালোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই ম্যাচে কে নায়ক? ব্যাট হাতে সত্যিকারের লর্ড হয়ে ওঠা শার্দুল ঠাকুর, নাকি কলকাতার তিন রহস্য স্পিনার! প্রশ্ন থাকবেই। কিন্তু নিঃসন্দেহে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ইডেন গার্ডেন্সে কুপোকাত করে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।
তিন বছর পর ইডেনে ফিরে আসাটা খুব একটা সুখকর ছিল না নাইটদের জন্য৷ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক তারকা ব্যাটার এক অঙ্কের রানে আউট হচ্ছেন। ভেঙ্কটেশ আইয়ার (৩), মনদীপ সিং (০), অধিনায়ক নীতিশ রানা (১), আন্দ্রে রাসেল (০) কেউই ভরসা যোগাতে পারেননি।
কিন্তু আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ নিজের জাতটা চিনিয়ে দিলেন। ৪৪ বলে ৫৭ রান করে নাইটদের ভিত গড়ার কাজ করছিলেন। কিন্তু ৮৯/৫ স্কোরে মনে হচ্ছিল, বড় স্কোর করতে ব্যর্থ হবে নাইটরা।
কিন্তু তারপর রিঙ্কু সিং (৪৬) ও শার্দুল ঠাকুর(৬৮) যে চমকপ্রদ পার্টনারশিপটি গড়লেন, তার তুলনা তারা নিজেরাই। মাত্র ৫২ বলে ১০৩ রানের জুটি গড়েন তারা। আর এই ঝোড়ো ব্যাটিংয়ের জেরে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৪ রান তোলে কলকাতা।
বল হাতে আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম করেন ডেভিড উইলি, চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুই উইকেট নেন। এদিকে কর্ণ শর্মাও দুই উইকেট নেন।
জবাবে শুরুটা দুর্দান্ত করেছিলেন বিরাট কোহলি (২১) ও ফাফ ডু প্লেসিস (২৩)। কিন্তু তারপর সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর দাপট শুরু হল এর পরেই। একের পর এক ব্যাটার বোল্ড হয়েই চলেছিলেন। কেউই এই স্পিন-দ্বয়ীর ঘূর্ণি বুঝতে পারেননি। ৪৪/০ থেকে ৬১/৫ স্কোরে গুটিয়ে যায় আরসিবি।
নারাইন ও বরুণ যখন দাপট দেখাচ্ছিল, তার উপর উপরি হিসেবে হাজির হন আর এক রহস্য স্পিনার সুয়াস শর্মা। ১৯ বছরের এই স্পিনার নিজের অভিষেকেই তিন উইকেট তুলে নেন। আউট করেন অভিজ্ঞ দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত ও কর্ণ শর্মা।
শেষ অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অল আউট হয় ১২৩ রানে। সুনীল নারাইন চার ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন। বরুণ চক্রবর্তী নেন চারটি উইকেট। সুয়াস শর্মা তিনটি উইকেট নেন। বাকি এক উইকেট নেন শার্দুল ঠাকুর।