মরশুমের সেরা পারফর্মেন্স নাইটদের, রাজস্থানকে ধ্বংস করে প্লেঅফের পথে কলকাতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুমের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে সব থেকে সেরা খেলাটি খেলে দিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে চ্যাম্পিয়ন পারফর্মেন্স করে পরাস্ত করল দূর্বল রাজস্থান রয়্যালসকে।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে কলকাতা ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। শুভমন গিল (৫৬) দুরন্ত অর্ধশতক, ভেঙ্কটেশ আইয়ার (৩৫) ও রাহুল ত্রিপাঠি (২১) এর দায়িত্বশীল ইনিংস, আর শেষে ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিকের ক্যামিওতে বড় রান তোলে নাইটরা।
রাজস্থানের হয়ে কেবল চেতন সাকারিয়া (১-২৩) কিছুটা চাপ তৈরি করেছিলেন। আর কেউই সেভাবে কলকাতাকে ঝামেলায় ফেলতে পারেনি।
জবাবে শুরু থেকে রাজস্থানের ব্যাটিংয়ে ধস নামিয়ে আনে কলকাতা। একা রাহুল তেওয়াটিয়া (৪৪) ও শিবম দুবে (১৮) ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। যার জেরে ৮৫ রানে অল আউট হয় রাজস্থান।
দুর্ধর্ষ বোলিং করেন পেসার শিবম মাভি (৪-২১) ও লকি ফার্গুসন (৩-১৮)। এছাড়া বরাবরের মতই অসাধারণ বোলিং করেছেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ক্রিস মরিসের উইকেট।
আর এর জেরে বিপুল রান রেটে কলকাতার প্লে অফে যাওয়া নিশ্চিত। শেষ দিনে মুম্বই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চমতকার না করলে কলকাতা চতুর্থ স্থানে থেকেই নক আউটে উঠবে।