ভালো-খারাপ নিয়ে আসন্ন মরশুমের জন্য দল গড়ল কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন পুরো তালিকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে শেষ হল বহু প্রতীক্ষিত আইপিএল ২০২২ মেগা নিলাম। আর এই নিলামে প্রতিটি দলই নিজেদের ক্রীড়াগত বুদ্ধি ও ব্যবসায়িক মস্তিষ্ক ব্যবহার করে সেরা দল গড়ার চেষ্টা করেছে। পিছিয়ে ছিল না কলকাতা নাইট রাইডার্সও।
প্যাট কামিন্স, শ্রেয়াস আইয়ার, অজিঙ্ক রাহানের মত তারকাদের সই করিয়েছে নাইটরা। এছাড়া উমেশ যাদব ও মহম্মদ নবির মত অভিজ্ঞদেরও তুলেছে কেকেআর। অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস ও টিম সাউদির মত আন্তর্জাতিক তারকাও এসেছে দলে। পাশাপাশি রিঙ্কু সিং, অনুকুল রয়, নীতিশ রানা, শিবম মাভির মত তরুণ তুর্কিদের নিয়েছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
এক নজরে দেখে নিন, কোন খেলোয়াড়কে কত দামে কিনল নাইটরা।