অবশেষে ঘোষিত হল নাইটদের নতুন অধিনায়কের নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি চোটের কারণে আইপিএল ২০২৩-এ অনিশ্চিত হয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁর অনিশ্চয়তার কারনে নাইট শিবিরে নতুন অধিনায়কের খোঁজ শুরু হয়। ইতি মধ্যে বেশ কিছু নাম শোনা যাচ্ছিল যারা হতে পারতেন কেকেআর অধিনায়ক। এই দৌড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং সুনীল নাড়িন, দৌড়ে ছিলেন শার্দুল ঠাকুরও! তবে কলকাতা নাইট রাইডার্সের তরফে জানিয়ে দেওয়া হয় যে ২০২৩ আইপিএলে কেকেআর দলকে নেতৃত্ব দেবেন নিতিশ রানা।
২০১৮ সাল থেকে কেকেআর দলের সদস্য রানা। দলের বহুদিনের উত্থান-পতনের সঙ্গী নিতিশ রানা।
সোমবার, কলকাতা নাইট রাইডার্সের তরফে এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নিতিশ রানাকে কেকেআর এর নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেকেআর কোচ এবং ম্যানেজমেন্ট রানাকে সবরকম ভাবে সাহায্য করবে। এর পাশাপাশি শ্রেয়াস আইয়ারের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনাও করেছে কলকাতার এই দল।
বাঁহাতি এই মিডিল অর্ডার ব্যাটার এর আগেও দলকে জয়ের পথে নিয়ে গেছেন। তবে অধিনায়কের বড় দায়িত্ব নেওয়ার পর কেমন খেলবেন সেই উত্তরের অপেক্ষাতেই নাইট ভক্তরা।