বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স? দেখে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার মুম্বাইয়ে প্রকাশিত হল আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর পূর্ণাঙ্গ সূচি। এবং সূচি প্রকাশের পরেই বাংলার ক্রীড়াপ্রেমীরা উৎসুক ছিল, কোন কোন ম্যাচ পেতে চলেছে কলকাতা?
আরও পড়ুন - প্রকাশিত বিশ্বকাপ ২০২৩ সূচি, দেখে নিন কবে কোথায় ভারতের ম্যাচ
সূচি অনুযায়ী, ভারতের একটি ম্যাচ সহ গ্রুপ পর্বের চারটি ম্যাচ ও একটি সেমি ফাইনাল ম্যাচ আয়োজন করবে ইডেন গার্ডেন্স।
আগামী ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজন করবে ইডেন গার্ডেন্স। এছাড়া আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী ১ দল, ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ এবং ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে কলকাতা।
সব শেষে আগামী ১৬ নভেম্বর সেমি ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ পাবে ইডেন।