বাংলার বিরুদ্ধে মার খাওয়ার পর আইপিএলে চমৎকার অভিষেক, চিনে নিন উমরান মালিককে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক করেন ২১ বছরের তরুণ পেসার উমরান মালিক। আর সেই ম্যাচে নিজের প্রথম ওভারে ১৫০ কিমি প্রতি ঘন্টার একটি ডেলিভারি দেন, যা চলতি আইপিএলের সেরা দশ দ্রুততম ডেলিভারিতে স্থান পেয়েছে। উমরান একমাত্র ভারতীয়, যিনি সেরা দশের এই তালিকায় সুযোগ পেয়েছেন।
আর এর জেরে উমরানের উপর নজর পড়েছে ভারতীয় ক্রিকেট মহলের। কিন্তু কে এই উমরান? আদতে সানরাইজার্স হায়দ্রাবাদের মূল দলের সদস্যই ছিলেন না তিনি। জম্মুর এই ক্রিকেটার নেট বোলার হিসেবে ছিলেন দলে। কিন্তু তারকা বাঁ হাতি বোলার টি নটরাজন করোনায় আক্রান্ত হওয়ার জেরে মূল দলে সুযোগ পান উমরান। আর রবিবার আইপিএল ইতিহাসে জম্মু ও কাশ্মীরের চতুর্থ খেলোয়াড় হিসেবে সুযোগ পেলেন উমরান।
গত জানুয়ারিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে অভিষেক করেন উমরান। আর অভিষেকেই রেলওয়েজের বিরুদ্ধে ২৪ রানে তিন উইকেট নেন। এরপর ফেব্রুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেলেন উমরান, যেখানে ১০ ওভার বল করে ৯৮ রান দিয়ে বসেন আর একটিও উইকেট পাননি।
তবে আইপিএল অভিষেকে চমক দেখিয়ে নিঃসন্দেহে নজর কেড়েছেন সকলের। এবার শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে আগামী মরশুমের নিলামে বেশ ভালো দাম পাবেন উমরান।
তবে ঘরোয়া ক্রিকেটে একেবারেই নবাগত