IPL-CPL ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনল নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাইট রাইডার্স গ্রুপ নিজেদের প্রসার বাড়িয়েই চলেছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স রুপে দল রয়েছে এই গ্রুপের। এছাড়া সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের অন্যতম প্রতিষ্ঠাতা।
এবার আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনল নাইট রাইডার্স। সংযুক্ত আরব আমিরশাহির টি২০ লিগে আবু ধাবি ফ্র্যাঞ্চাইজি কিনল এই গ্রুপ। এবং এই নিয়ে এটি নাইটদের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস ফ্র্যাঞ্চাইজির অধিগ্রহণ নিতে চলেছে নাইটরা।
আবু ধাবি ফ্র্যাঞ্চাইজির এই দীর্ঘমেয়াদী অধিগ্রহণের পর নাইট রাইডার্স গ্রুপের সহ কর্ণধার শাহরুখ খান বলেছেন, "দীর্ঘ অনেক বছর ধরে, আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছি এবং সংযুক্ত আরব আমিরশাহিতে টি২০ ক্রিকেটের সম্ভাবনা খুব কাছ থেকে লক্ষ্য করেছি। আমরা উচ্ছ্বসিত এই টি২০ লিগের অংশ হতে পেরে, যা নিঃসন্দেহে দারুণ সফল হবে।"
সংযুক্ত আরব আমিরশাহির এই টি২০ লিগে মোট ছয়টি দল লড়বে, মোট ৩৪টি ম্যাচ হবে এই টুর্নাম্নেটে। নাইট রাইডার্স গ্রুপ ছাড়াও রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ, জিএমআর গ্রুপ, ক্যাপ্রি গ্লোবাল ও ল্যান্সার ক্যাপিটালও দল অধিগ্রহণ করেছে এই লিগে।