চোটের কারণে SA সিরিজ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক কেএল রাহুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিক ম্যাচে নামবে ভারত। আর এই পাঁচ ম্যাচের সিরিজের আগে বড় ধাক্কা পেল ভারত। চোটের জেরে ছিটকে গেলেন অন্তর্বর্তীকালীন ভারত অধিনায়ক কেএল রাহুল।
এছাড়াও চোট পেয়ে ছিটকে গেলেন তারকা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও। ফলে এই দুই তারকার বিদায়ে নিঃসন্দেহে বড় ধাক্কা পেয়েছে রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।
ফলে নতুন অধিনায়ক হিসেবে নির্ধারিত হলেন ঋষভ পন্থ। এই প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। এছাড়া সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন সদ্য আইপিএল জয়ী নেতা হার্দিক পান্ডিয়া।