বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের আগে চোট পেয়ে বসলেন কেএল রাহুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এবং ম্যাচে নামার ২৪ ঘন্টারও কম সময়ে বড় ধাক্কা পেল ভারতীয় দল।
বুধবার নেট অনুশীলনের সময়ে হাতে চোট পান ওপেনার কেএল রাহুল। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল। কিন্তু ম্যাচের আগেই রাহুলের এই চোট চিন্তা বাড়াবে ভারতের।
এই নিয়ে সাংবাদিক বৈঠকে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, "চোটটি খুব একটা গুরুতর নয়। ওনাকে দেখে ঠিকঠাক লাগছে, আশা করছি উনি ভালো থাকবেন। ডাক্তাররা দেখছেন, কিন্তু আশা করছি উনি ভালো থাকবেন।"
তবে কেএল রাহুল যদি না থাকেন, তাহলে ব্যাকআপ ওপেনার হিসেবে বাংলার অভিমন্যু ঈশ্বরন খেলতে পারেন। যা সম্ভাবনা, ম্যাচের দিনই অন্তিম সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।