চোট-করোনা সারিয়ে কবে জাতীয় দলের হয়ে নামবেন কেএল রাহুল? রইল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই নিয়ে ক্যারিবীয় সফরে রয়েছে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজে ভারত ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বুধবার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইটওয়াশ করতে চাইবে ভারত।
এদিকে আসন্ন টি২০ আন্তর্জাতিক সিরিজে ভারত তাদের সহ অধিনায়ককে ছাড়াই খেলতে নামবে, এমন সম্ভাবনাই তৈরি হয়েছে। টি২০ সিরিজে কেএল রাহুলকে সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার জেরে ভারতেই থেকে যেতে হয়েছে রাহুলকে। এবং ডাক্তার ও বিসিসিআইয়ের চিকিৎসকরা এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন রাহুলকে। এর ফলে টি২০ আন্তর্জাতিক সিরিজও মিস করবেন রাহুল।
মঙ্গলবার ত্রিনিদাদে চলে আসেন অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। যদিও রাহুল কোভিড ১৯ নেগেটিভ হয়ে আসেন, তবুও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না।
এই পরিস্থিতিতে আসন্ন জিম্বাবওয়ে সফরে জাতীয় দলের হয়ে ফিরতে পারেন রাহুল, এবং সেই সফরে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হতে পারে।