এই শর্তে লখনউকে হারালে তবেই প্লেঅফসের আশা থাকবে নাইটদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের সপ্তম স্থানে থাকলেও প্লেঅফসের আশা এখনও রয়েছে নাইটদের। সেক্ষেত্রে লখনউকে শুধু হারালেই হবে না, এই শর্তগুলি পূরণ করে হারাতে হবে।
বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে নাইটদের, নেট রান রেট -০.২৫৬। এই পরিস্থিতিতে এই ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে যেতে পারবে নাইটরা। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস তিনটি দলই ১৪ পয়েন্টে রয়েছে।
এই পরিস্থিতিতে অবশ্যই রাজস্থান, মুম্বাই ও আরসিবিকে হারতে হবে, তার সাথে সাথে রান রেটে এই তিন দলকে টপকাতে হবে কলকাতাকে। তার জন্য লখনউকে অন্ততপক্ষে ১০৩ এর বেশি ব্যবধানে হারাতে হবে, কিংবা লক্ষ্য তাড়া করলে ৯ ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে নাইটদের।
এই শর্তগুলি পূরণ করলে তবে নেট রান রেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টপকে যাবে নাইটরা। আর যদি বেঙ্গালুরু, মুম্বাই ও রাজস্থান তাদের শেষ ম্যাচ হারে, তাহলে প্লে-অফসে উঠে যাবে নাইটরা। কিন্তু এগুলির একটিরও অন্যথা হলে বিদায় নেবে কলকাতা।