দ্বিতীয় দিনের প্র্যাকটিস সেশনে বেশ চনমনে কেকেআর শিবির, আজই টিম হোটেলে ঢুকলেন ভেঙ্কটেশ, বিলিংসরা

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক : নাইটদের প্র্যাকটিসের দ্বিতীয় দিনে রাতে প্র্যাকটিস ডাকা হয়েছিল। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল ইউনিভার্সিটির মাঠে বেশ চনমনে লাগল গোটা দলকে। এখনও টিম হোটেলে সবাই এসে পৌঁছয়নি। দ্বিতীয় দিনে নেটে নীতিশ কুমার, অজিঙ্কিয়া রাহানেদের গা ঘামাতে দেখা যায়।
অনেকদিন পর অজিঙ্কিয়া রাহানেকে প্র্যাকটিসে দেখে স্বভাবতই সবাই খুশি। নেটে মারা তার প্রত্যেকটা শট
মনে করতে বাধ্য হবে যে রাহানে এখনও শেষ হয়ে যায়নি। এছাড়া মঙ্গলবার সকালে টিম হোটেলে যোগ দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, স্যাম বিলিংস। তিনদিন নিভৃতবাসে থাকার পর তারা প্র্যাকটিসে নামবেন বলে জানা যাচ্ছে।
এছাড়া আজ প্র্যাকটিসে ডেভিড হাসি, বোলিং কোচ ভরত অরুন উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী কেকেআরের বাকি বিদেশিরাও খুব দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন।