আন্দ্রে রাসেল ও ব্যাটিং অর্ডার নিয়ে সন্দেহ রয়েইছে KKR এর! দাবি প্রাক্তন নাইট তারকা পীযূষ চাওলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একপ্রকার মিশ্র ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাটিং অর্ডারের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। এবার প্রাক্তন নাইট তারকা পীযূষ চাওলা মনে করেন, এই ব্যাটিং অর্ডার শোধরানোর জন্য আন্দ্রে রাসেলকে আরও উপরে এসে ব্যাট করা উচিত।
চলতি আইপিএলে ব্যাট হাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭০ রানের ঝড় ছাড়া সেভাবে উঠে দাঁড়াতে পারেননি আন্দ্রে রাসেল। গত রাজস্থান ম্যাচে শূন্য রানে আউট হন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। আর এই কারণে চাওলা মনে করেন, কলকাতা রাসেলকে ব্যাটিং অর্ডারে উপরে পাঠাতে অস্বস্তি বোধ করছে।
সাম্প্রতিক ম্যাচগুলিতে নাইটদের ব্যাটিং নিয়ে চাওলা বলেছেন, "আমরা যদি গত ম্যাচের কথা বলি যেখানে আন্দ্রে রাসেল আউট হয়েছিল, মনে হয়েছিল তাদের আর কোনও ব্যাটারই নেই। শেষ অবধি ওরা লুটিয়ে পড়ে। ওদের কোনও সক্ষম ওপেনিং স্ট্যান্ডও নেই, তবে অ্যারন ফিঞ্চ ভালো খেলেছে।"
"শ্রেয়াস আইয়ারকে বড্ড অ-ধারাবাহিক লেগেছে, যদিও ব্যাট হাতে ভালো ছন্দে ছিল। ভেঙ্কটেশ আইয়ারের এখনও রান করে হবে এবং ওপেন করে সেভাবে সাফল্য আসেনি। নীচের দিকে নেমেও সুযোগ নিতে পারেনি। এটাও চিন্তার বিষয়।"
এরপর রাসেলকে নিয়ে চাওলা বলেছেন, "রাসেল আর পান্ডিয়ার ক্ষমতা ভিন্ন। যেভাবে হার্দিক পান্ডিয়া খেলার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, আন্দ্রে রাসেলকেও সেটা করতে হবে এবং আগেও তা করেছে। যপদও কেকেআরের ভাবনাচিন্তা এমন যে যদি রাসেল আগে চলে যায়, তাহলে ইনিংস শেষ কে করবে। এর ফলে, কেকেআরের সমস্যা রয়েইছে।"
শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স নামবে ডঃ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে।