টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নাইট অধিনায়কের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ইডেনে মরণবাঁচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে নাইট বাহিনী। ২০২৩ আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে শুধু জিতলেই হবেনা, বড় ব্যবধানে জিততে হবে নীতিশ রানার দলকে। আর সেই লক্ষ্যেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রানা।
লখনউ দলকে কম রানে আটকে কম ওভারে সেই রান তোলার লক্ষ্য কলকাতা নাইট রাইডার্স দলের।
ইডেনে লখনউ বধের লক্ষ্যে কেকেআর বেশ শক্তিশালী দল নিয়ে খেলতে চলেছে।
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারীন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
তবে শুধু নেট রান রেট বাড়িয়ে জিতলেই হবেনা। নাইটদের তাকিয়ে থাকতে হবে মুম্বই এবং বেঙ্গলুরুর শেষ ম্যাচের দিকেই। কলকাতা এই ম্যাচ জিতলে পয়েন্ট সংখ্যা হবে ১৪। মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যে ১৪ পয়েন্ট পেয়েছে। ফলে দুই দলকেই হারতে হবে শেষ ম্যাচ।