কেকেআর শিবিরে বড় ধাক্কা! আইপিএলে সম্ভবত দেখা যাবেনা শ্রেয়াসকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের অন্যতম মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার পিঠের নিচের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছিলেন আগেই। চোটের কারণে তাঁকে আগামী ৪-৫ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
শ্রেয়াস যে শুধু আসন্ন আইপিএলেই মিস করতে পারেন তা নয়, আগামী জুন মাসে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে দেখা নাও যেতে পারে। তবে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে দলে ফিরে আসার দৌঁড়ে থাকতে পারেন তিনি। প্রসঙ্গত, আগামী ৩১ শে মার্চ থেকে আইপিএল শুরু। যেহেতু শ্রেয়াস থাকতে পারবেন না তাই আর কিছুদিনের মধ্যেই কেকেআরের একজন নতুন অধিনায়কের নাম ঘোষনা করা হতে পারে।
তবে সূত্রের খবর, "আইয়ারকে অস্ত্রোপচারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তিনি লন্ডনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা অস্ত্রোপচার করতে আগ্রহী, কিন্তু যদি ভারতে এই অস্ত্রোপচারের কোন বিকল্প থাকে, তাহলে এখানেও অস্ত্রোপচার হতে পারে।"