দল হিসেবে একে অপরের খেয়াল রাখতে হবে - খেলায় ফোকাস রাখার বার্তা শ্রেয়াস আইয়ারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোয়ারেন্টিন সারার পর সোমবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে হাজির হন নব নিযুক্ত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এবং অনুশীলনে এসেই নয়া সতীর্থদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন শ্রেয়াস।
খেলোয়াড়দের উদ্দেশ্যে শ্রেয়াস বলেছেন, যাতে আগামী মাসগুলিতে সবাই যেন একত্র থাকে। এই নিয়ে আইয়ার বলেছেন, "আমাদের দল হিসেবে একে অপরের খেয়াল রাখতে হবে। এই দীর্ঘ টুর্নামেন্টে কঠিন সময় আসবে, ভালো সময় আর খারাপ সময় দুটিই আসবে। তাই আমাদের একে অপরকে সমর্থন করতে হবে। মাঠের বাইরে আমাদের একটি ভালো সম্পর্ক গড়তে হবে।"
দলের প্রত্যেককে কাজের প্রতি ফোকাস থাকার বার্তা দিয়েছেন আইয়ার। তিনি বলেছেন, "আমাদের বাইরের যাবতীয় বিষয়গুলিকে দূরে রাখতে হবে, যেহেতু দিনের শেষে আমরাই মাঠে নেমে একে অপরকে সমর্থন করব। তোমরা প্রত্যেকে নিজেদের মত করে কেকেআরের জন্য, আন্তর্জাতিক ও ঘরোয়া দলের জন্য ম্যাচ উইনার।"
সব মিলিয়ে, একজন অনুপ্রেরণাদায়ক অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে উদ্দীপ্ত করার কাজ প্রথম দিন থেকেই করে রাখতে চাইছেন শ্রেয়াস আইয়ার।