মাতৃ দিবসে কিং কোহলির বিশেষ পোস্ট নজর কাড়ল সকলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ মাঠে নামবে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাতৃদিবস নিয়ে পোস্ট করলেন বিরাট কোহলি।
নিজের মায়ের প্রতি ভালবাসা ব্যক্ত করে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবারও বিশেষ দিনে আবেগঘন পোস্ট দেখা কোহলির থেকে। তবে শুধু নিজের মা-কেই নয়। এবার মা, শ্বাশুড়ির সঙ্গে অনুষ্কা ও ভামিকার একটি ছবিও পোস্ট করেছেন বিরাট।
https://www.instagram.com/p/CsNoJrQvU_q/?igshid=NTc4MTIwNjQ2YQ==
যে পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।আরসিবির প্রাক্তন অধিনায়কের এই পোস্ট মন জয় করে নিয়েছে সবার। অনেকেই বিরাটের মায়ের প্রশংসায় লিখেছেন যে, ''আপনার মা খুবই ভাগ্যবতী যে তাঁর সন্তানের নাম কিং কোহলি।'' আবার অনেকে লিখেছেন, ''ইনি একজন রানী যিনি একজন কিং-য়ের জন্ম দিয়েছেন।'' সব মিলিয়ে মাতৃ দিবসে কোহলির এই পোস্ট নজর কেড়েছে সকলের।