ফ্যানসি শট নয়, নিজের টেকনিকেই নজর রাখতে চান কিং কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ১৮৭ রান তাড়া করতে নেমে কোহলি একাই করলেন ১০০। আর এই শতরানের হাত ধরেই আইপিএলে আরও এক রেকর্ড গড়লেন কোহলি। ক্যারাবিয়ান মহাতারকা গেইলের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানের রেকর্ড ছুঁলেন বিরাট। ম্যাচের সেরাও হয়েছেন কোহলি।
ম্যাচ শেষে কোহলি বলেন, "সানরাইজার্স প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস খেলে। এরপর ম্যাচ যত শেষের দিকে আসে বল গ্রিপ করতে শুরু করে। ফাফ শান্ত মেজাজে ব্যাট করছিলেন। তবে আমি প্রথম থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিলাম।"
নিজের ষষ্ঠ শতরানের রেকর্ড এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে এর আগে খারাপ পরিসংখ্যানের বিষয় কোহলি বলেন, "অতীতের রেকর্ডের দিকে আমি কখনই তাকাই না। মাঠের বাইরে কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। ম্যাচে আমার সেরাটা দেওয়াই লক্ষ্য।"
আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এই বিষয় কোহলি বলেছেন, "ফ্যানসি শট খেলায় আমি বিশ্বাসী নই। নিজের টেকনিকের দিকেই নজর রাখতে হবে আমাকে। আইপিএল শেষ হলেই টেস্ট ক্রিকেট।"
হায়দ্রাবাদের ঘরের মাঠে খেলা হলেও এদিন গোটা স্টেডিয়াম কোহলির পক্ষে ছিল। এই বিষয় কোহলি বলেছেন, "স্টেডিয়ামে আজ দুর্দান্ত সমর্থকেরা ছিলেন। সমর্থকরা আমাদের জন্য সমর্থন করছিলেন, আমার নামও নিচ্ছিলেন। সত্যিই এক অন্য অনুভূতি কাজ করছিল আজ মাঠে।"