রুতুরাজের ছয় বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট, আইপিএলে অনিশ্চিত কেন উইলয়ামসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবারের মেগা আইপিএল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে জয়ী হয় গুজরাট টাইটান্স। আর এই ম্যাচেই চলতি আইপিএলে অনিশ্চিত হয়ে পড়লেন গুজরাট টাইটান্সের কিউই তারকা কেন উইলিয়ামসন।
শুক্রবার চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের একটি ওভার বাউন্ডারি লাফিয়ে ধরতে যান উইলিয়ামসন। তখনই হাঁটুতে মারাত্মক চোট পান কিউই তারকা ব্যাটার। চোট পেয়ে মাঠ ছাড়েন কেন। পরে কেন উইলিয়ামসনের পরিবর্তে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।
এরপর স্ক্যান করে দেখা যায় তাঁর হাঁটুর যা অবস্থা তাতে অন্তত দু মাস তাঁর পক্ষে খেলার সম্ভাবনা কম। ফলে প্রথমবার গুজরাট টাইটান্সের জার্সিতে নেমেই কেন উইলিয়ামসের চলতি মরসুমে অনিশ্চিত হয়ে পড়লেন এবারের আইপিএলে।