কি কারণে তিন বছর ধরে নিলামে অংশ নেন জাহ্নবী? বড় বার্তা দিলেন KKR সহ কর্ণধার জুহি চাওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আইপিএল ২০২২ নিলামের সময় কলকাতা নাইট রাইডার্সের টেবিলটি বিশেষ আকর্ষণ কেড়েছে। সেই টেবিলে উপস্থিত ছিলেন শাহরুখ খানে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতাকে।
এই নিয়ে তৃতীয়বার জাহ্নবী এসেছেন নিলামে, আর একাধিক সময়েই দেখা গিয়েছে, সিইও ভেঙ্কি মাইসোরের সাথে ক্রিকেটারদের কেনা নিয়ে আলোচনা করতে। তবে স্টার কিডদের এই গুরুত্বপূর্ণ নিলামে থাকতে দেখে সমালোচনায় মুখর হয় নেটদুনিয়া।
তবে জাহ্নবী ক্রিকেট নিয়ে সত্যিই জানেন এবং এই খেলার একজন আদ্যপান্ত ভক্ত, তা শেয়ার করেছেন তার মা তথা কলকাতা নাইট রাইডার্সের সহ কর্ণধার জুহি চাওলা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ১২ বছর বয়স থেকেই ক্রিকেটের প্রেমে মজে রয়েছেন জাহ্নবী।
নিজের ইনস্টাগ্রামে মেয়ে জাহ্নবীকে নিয়ে জুহি লিখেছেন, "ছোটবেলা থেকেই, জাহ্নবী শুধু আইপিএল দেখত না, বরং ক্রিকেট দেখা শুরু করেছিল। ধারাভাষ্যকারদের মন দিয়ে শুনে, ও এই খেলাটিকে বুঝতে লাগল। যখন ও ১২ বছর বয়স ছিল, আমরা পারিবারিক ছুটিতে বালিতে ছিলাম। হোটেলে একটি কফি টেবিল বুক ছিল, যেখানে জীবনকাহিনী, কীর্তি, রেকর্ড আর ক্রিকেটারদের নিয়ে নানা তথ্য ছিল। যে কয়েক দিন আমরা হোটেলে ছিলাম, ততদিন ও ঐ বইটা পড়েই গিয়েছে। যত দিন গিয়েছে, খেলার প্রতি ওর আগ্রহ আরও বেড়েছে।"
এরপর জুহি যোগ করেছেন, "যখন ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ওর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও খুব খুশি আর উৎসাহিত হয়। এই বিষয় ওর জ্ঞান, আমাকে অবাক করে দেয়। ভেঙ্কি মাইসোর খুবই ভালো, যিনি ওকে অনুমতি দিয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে এবং নিজের বক্তব্য সবার সামনে প্রকাশ করতে। অবশ্যই, ও একজন তরুণ শিক্ষানবিশ হিসেবেই রয়েছে, কেকেআর শিবিরে সবে শিখছে, কিন্তু এই নিয়ে ওর উৎসাহ চরমে। মা হিসেবে, আমি কৃতজ্ঞ, খুশি এবং গর্বিত এই ছোট্ট মেয়ের জন্য। ও খুবই ভালো, তবে এখনও অনেক দূর যাওয়া বাকি রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে, ও সেই পথেই হাঁটছে।"
সদ্য, কলকাতা নাইট রাইডার্স তারকা ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। গত বছর ইয়ন মর্গ্যানের অধীনে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ফাইনাল খেলেছে।