আইপিএল শুরুর আগে জোড়া ধাক্কা আরসিবি শিবিরে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল এর অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বহুবার আইপিএল ট্রফির কাছাকাছি পৌছে গিয়েও খালি হাতে ফিরেছে এই দল। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা খেলেছেন বা খেলছেন এই দলে। বিরাট কোহলি এই দলের হয়ে পারফর্ম করছেন বছরের পর বছর। তবু আসেনি আইপিএল ট্রফি।
এবার টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ আরসিবি শিবিরে। টুর্নামেন্ট শুরুর আগেই অনিশ্চিত দুই তারকা বিদেশি খেলোয়াড়। যাদের উপর অনেকটাই নির্ভর করে রয়েছে ২০২৩ আইপিএলে ব্যাঙ্গালোরের ভাগ্য।
এই দুই ক্রিকেটারের মধ্যে একজন হলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার আইপিএলের অন্যতম আকর্ষণ। ব্যাটে বলে ফিল্ডিংয়ে তিনি নজর কাড়েন সকলের। তবে সম্প্রতি ভারতের বিরুদ্ধে হওয়া একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচ ম্যাক্সওয়েল খেলতে পারেন নি। খবর অনুযায়ী, ২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। তাঁর পায়ের চোট এখনও সারেনি।
অন্যদিকে আরসিবির আরেক তারকা বিদেশি জশ হ্যাজেলউড শুধু প্রথম ম্যাচেই নয় বরং প্রথম দিকের বেশ কিছু ম্যাচে অনিশ্চিত। শেষ খবর অনুযায়ী আইপিএল এর শেষ দিকের ম্যাচগুলি খেলতে পারবেন হ্যাজেলউড। চোটের কারণে হ্যাজেলউড বর্ডার-গাভাস্কার সিরিজেও খেলতে পারেন নি। তবে আইপিএল খেলবেন কি না সেই বিষয় তিনি সিদ্ধান্ত নেবেন অস্ট্রেলিয়ার মেডিকাল দলের সাথে কথা বলার পরেই।
সব মিলিয়ে শুরুতেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়া চাপ সৃষ্টি করবে আরসিবি শিবিরে।