কেকেআর অজিঙ্কিয়া রাহানেকে নিয়ে কোনও ভুল করেনি, এমনি মতামত জাহ্নবী মেহতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা এখন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সহ মালিক। তিনি নিজে মনে করেন যে অজিঙ্কিয়া রাহানে সামনের আইপিএল মরশুমে কেকেআরের মূল সম্পদ হতে চলেছেন।
অজিঙ্কিয়া রাহানে ২০০৮ সাল অর্থাৎ আইপিএলের শুরুর সময় থেকে আছেন। এর আগে পুনে সুপারজায়ান্টস আর রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন তিনি। এবার কলকাতায় তিনি। কেকেআর তার বেস প্রাইস ১কোটি টাকায় তাঁকে নিয়েছে।
রাহানের ব্যাপারে জাহ্নবী বলেছেন,"অবশ্যই রাহানে আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তাঁর মত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় পেয়ে আমরা বেশ গর্বিত। আমরা শুভমান গিলকে হারিয়েছি কিন্তু আমরা বিশ্বাসী যে অজিঙ্কিয়া সেই ভূমিকা পালন করতে পারে।"