বুমরাহ-শামি সব সময়ের জন্য থাকবে না! দলকে উদ্দীপ্ত করার মন্ত্র শোনালেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সামনেই এশিয়া কাপ, তারপর টি২০ বিশ্বকাপ - আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার জন্য। ২০১৩ সাল থেকে একটিও আইসিসি খেতাব নেই ভারতের, এদিকে অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে ভারত।
সাম্প্রতিক সময়ে একাধিক তরুণ তারকাকে সুযোগ দেওয়া হয়েছে, একাধিক সফরে ম্যাচ খেলে বড় মঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। সব মিলিয়ে বেঞ্চ শক্তি বাড়াতে চান অধিনায়ক রোহিত শর্মা।
এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, "বুমরাহ, শামি এবং বাকিরা সারাজীবন ভারতীয় দলে থাকবেন না। তাই আপনাকে চেষ্টা করতে হবে অন্যদের তৈরি করার জন্য। আমি ও রাহুল ভাই কথা বলেছি যে কিভাবে আমাদের বেঞ্চের শক্তি বাড়াব, কারণ সেটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি এবং চোট পাওয়ার সম্ভাবনাকে মাথায় রাখতে হবে।"
"আমরা এমন দল হতে চাই না যারা এক কিংবা দুজন ব্যক্তিত্বের উপর নির্ভর করে, আমরা এমন দল হতে চাই যেখানে প্রত্যেকে টিমের জেতার জন্য অবদান রাখতে পারে। আমরা সেই দল হতে চাই এবং সেই কারণে আমরা তরুণদের যতটা সম্ভব সুযোগ দিতে চাই এবং অবশ্যই, আপনার চারপাশে সিনিয়র খেলোয়াড়রা রয়েছেন। ওনারা সাহায্যে আসবেন।"
এদিকে জিম্বাবওয়ে সফরে রাহুল ত্রিপাঠি, শাহবাজ আহমেদের মত নবাগতদের জন্য বেশ আশাবাদী ভারত অধিনায়ক।
এই নিয়ে রোহিত বলেছেন, "ছেলেরা সুযোগ পাচ্ছে এবং আমাদের লক্ষ্য হল বেঞ্চ শক্তি তৈরি করা, তাই জিম্বাবওয়েতে, অনেক খেলোয়াড় গিয়েছেন যারা প্রথমবার সফর করছেন, তাদের জন্য খুব ভালো সুযোগ হবে। ওনারা খুবই প্রতিভাবান এবং সুযোগ গ্রহণ করবে। বিষয়টি হল এই পর্যায়ে এসে আত্মবিশ্বাসটা অর্জন করা, যেখানে আমি নিশ্চিত যে ওনারা শিখবেন। দেশের হয়ে খেলাটাই আসল।"