চারে চারটি হার! তবুও ইতিবাচক দিল্লির ডিরেক্টর সৌরভ গাঙ্গুলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে অত্যন্ত খারাপ শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম চারটি ম্যাচে সবকটিতে হেরেছে তারা। আর এর জেরে দশ দলের লিগ টেবিলে সব থেকে নিচে রয়েছে তারা।
তবুও এই বিষয়টি থেকে ইতিবাচকতা দেখতে পাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করছেন, এই তরুণ দলের কাছে এখন উন্নতিই একমাত্র পথ। কিন্তু সেই পথটি খুঁজে বের করতে হবে তাদের।
এই নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন, "এখান থেকে কেবলমাত্র উন্নতি করা সম্ভব, আর আশা করি, তরুণ ছেলেরা বেঙ্গালুরুর হাই-স্কোরিং উইকেটে ঘুরে দাঁড়াবে। আপনাকে কামব্যাক করার পথ খুঁজে বের করতে হবে। এমনটা সবার সাথেই হয়েছে।"
এদিকে সৌরভ জানিয়েছেন, এই দিল্লি ক্যাপিটালস দলে একাধিক আনক্যাপড তরুণ ক্রিকেটার রয়েছেন, যাদের নিজস্ব সময় লাগবে জেতার জায়গায় আসার জন্য। সেই কারণে এই দিল্লি ক্যাপিটালস দলটিকে নির্দিষ্ট সময় দিতে হবে।
এই নিয়ে সৌরভ বলেছেন, "এই হারগুলি যন্ত্রণা দিচ্ছে, বিশেষ করে ২০১৯ এর পর থেকে যেভাবে খেলে এসেছে এই দলটি। কিন্তু খেলায় এমনটা হয়েই থাকে। হারলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, আর আমাদের সময় লাগবে ভালো দল করার জন্য।"
তবে কোন কোন জায়গায় ক্যাপিটালসের উন্নতির প্রয়োজন? এই নিয়ে সৌরভ বলেছেন, "আমাদের আরও ভালো করে ব্যাট করতে হবে। অক্ষর অসাধারণ ছিল আর সেই কারণে আমরা ১৭০ এর বেশি স্কোর করতে পেরেছিলাম। বাকিদেরও উঠে দাঁড়াতে হবে। ললিত দিল্লির উইকেটে ভালো বল করেছে। কিন্তু সব থেকে জরুরি হল এক সাথে থেকে রান তোলা।"
শনিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।