বিরাট কোহলি বলেছে টি২০ বিশ্বকাপে আমিই ওপেন করব, বড় বার্তা ইশান কিশানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরশাহিতে টানা ফ্লপ করে গিয়েছিলেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশান। কিন্তু শেষ দুই ম্যাচে দুর্ধর্ষ অর্ধশতরান করে আবারও ফর্ম ফিরে পেয়েছেন ঝাড়খন্ডের এই তারকা।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ২৫ বলে ৫০ এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৮৪ রান করেন কিশান। যদিও কলকাতা নাইট রাইডার্সের তুলনায় রান রেট কম থাকায় প্লে অফসে উঠতে পারল না মুম্বই, তবে কিশানের এই ফর্ম বেশ স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদের, যেহেতু টি২০ বিশ্বকাপ দলে রয়েছেন তিনি।
এদিকে ইশান কিশান জানিয়েছেন, আইপিএলের মাঝেই ভারত অধিনায়ক বিরাট কোহলি তাকে আশ্বাস দিয়েছেন যে টি২০ বিশ্বকাপে ওপেন করতে পারেন তিনি। এই মুহুর্তে এক ওপেনার হিসেবে রোহিত শর্মার জায়গা পাকা। এছাড়া চলতি আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছে কেএল রাহুল। ফলে কিশানের ওপেনিং নামাটা বেশ অবাক করে দেওয়ার মত।
ম্যাচের পর কিশান বলেছেন, "আমি ওপেন করতে পছন্দ করব, এবং এটিই বিরাট ভাই বলেছেন আমায়। কিন্তু বড় পর্যায়ে, আপনাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ফর্মে ফিরে আসাটা ভালো জিনিস হল আমার ও আমার দলের জন্য। বিশ্বকাপের আগে ভালো ছন্দে ফিরতে পেরে ভালো লাগছে।"
এদিকে ফর্মে ফেরার জন্য এই তিন তারকা খেলোয়াড়দের কৃতজ্ঞতা দেন কিশান। তিনি বলেন, "মনটা ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানতাম আমরা মরণ-বাঁচন। এটি কেবল মানসিকতা ও ইতিবাচকতার বিষয়। আপনাকে প্রতিটি পরিস্থিতির উপর প্রস্তুত থাকতে হবে। খুবই জরুরি এই মানসিকতায় থাকা। আমার সাথে বিরাট ভাই, এইচপি (হার্দিক পান্ডিয়া), কেপি (কাইরন পোলার্ড) - সকলের সাথে কথা হয়েছে।"