সত্যিই কি রিঙ্কু সিং এতটা অবহেলা-ট্রোলের যোগ্য?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের পঞ্চদশ মরশুমের জন্য ইতিমধ্যেই ভালো দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে একটি নাম নিয়ে বাংলা তথা ভারতবর্ষের ক্রিকেট মহলে আলোচনা চলছে। আর সেই নাম হল রিঙ্কু সিং।
উত্তরপ্রদেশের এই ক্রিকেটারকে সদ্য নিলামে কলকাতা নাইট রাইডার্স ৫৫ লক্ষ টাকায় কিনেছে। আর তারপর তাকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে, ঠিক কি কারণে আবারও রিঙ্কু সিংকে সই করাল কলকাতা নাইট রাইডার্স?
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার সই করেছিল উত্তরপ্রদেশের এই তরুণ তারকাকে। তবে তিন বছরে কলকাতার হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন, রান করেছেন কেবল ৭৭ রান। ফলে রিঙ্কুর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে? এছাড়া সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুকে আনা নিয়ে ট্রোল-মিম শুরু হয়েছে।
কিন্তু সত্যিই কি রিঙ্কু এসবের যোগ্য? সদ্য ফর্ম দেখলে কিন্তু তা মনে হয় না। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের বিরুদ্ধে একটি শতরান করেছেন। এছাড়া হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও সৌরাষ্ট্রের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন রিঙ্কু। ফলে বড় ইনিংস খেলার দক্ষতা রয়েছে রিঙ্কুর। এছাড়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুর্দান্ত খেলেছেন রিঙ্কু।
ফলে রিঙ্কুকে সঠিকভাবে ব্যবহার করলে বড় সম্ভাবনা রয়েছে কলকাতার। যদিও প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা নিয়মিত, সে নিয়ে সন্দেহ রয়েই আছে।