পরবর্তী প্রজন্মের হাতেই কি কলকাতা নাইট রাইডার্সের ভার তুলে দিতে চলেছেন শাহরুখ-জুহিরা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রাজনীতি হোক কিংবা ব্যবসায়িক জগত - বরাবরই নেপোটিজম অর্থাৎ পরিবারতন্ত্রই প্রাধান্য পেয়ে এসেছে। অনেকেই মনে করে, রক্ত কথা বলে, আর সেই রক্তই পারে পূর্বের কাজকে এগিয়ে নিয়ে যেতে।
কিন্তু ক্রীড়াক্ষেত্রে বেশিরভাগ সময়েই রক্ত কথা বলে না। সুযোগ পাওয়া গেলেও স্কিল না থাকলে পিতা-মাতার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে না সন্তানরা। তবে আইপিএল নামক এক মেগা ইভেন্ট, যা ব্যবসা-বলিউড ও ক্রিকেটকে একত্র করেছে - সেখানেও কি শুরু হয়েছে পরিবারতন্ত্র?
সদ্য আইপিএল ২০২২ নিলামে দেখা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসেছিলেন দুই সহ কর্নধার শাহরুখ খান ও জুহি চাওলার সন্তানরা। উপস্থিত ছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান, এদিকে জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতাও হাজির ছিলেন।
আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি পরবর্তী প্রজন্মের হাতেই কি কলকাতা নাইট রাইডার্সের মালিকানার ব্যাটনটি উঠে আসবে?
কিছু দিন আগে জুহি চাওলা একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি মেয়ে জাহ্নবীর ক্রিকেট প্রেম নিয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন, আপাতত শিক্ষানবিশ হিসেবেই কাজ করছেন কেকেআর ম্যানেজমেন্টে। এদিকে আরিয়ানও বিগত কয়েকটি নিলামে হাজির ছিলেন, সুহানার এই প্রথম হাজিরা নিলামে। তবে ব্যবসায়িক পরিকল্পনা ও ক্রিকেটীয় তাত্ত্বিকতাকে বুঝে নেওয়ার জন্য সন্তানদের ধীরে ধীরে ম্যানেজমেন্টে আনছেন শাহরুখ-জুহিরা।
এদিকে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির ব্যাপ্তি ক্রমশই বাড়বে। ত্রিনবাগো নাইট রাইডার্স নামে দল রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগেও দল নামাবে নাইট রাইডার্স। ফলে ফ্র্যাঞ্চাইজির এই বিশাল ব্যাপ্তিতে সন্তানদের হাতেও কিছু দায়িত্ব দিতে চান কর্নধাররা।