আইপিএলের প্রতিদ্বন্দ্বী নয় কোনও টি২০ লিগই!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বিশ্বের সেরা টি২০ প্রতিযোগিতা হিসেবে নিঃসন্দেহে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অন্ততপক্ষে সংখ্যা ও রেকর্ড সেটিই বলছে। তবে আইপিএলকে টেক্কা দিতে একাধিক নতুন টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে।
আরও পড়ুন - ২০২৩ আইপিএল ফাইনালে বিশ্বরেকর্ড!
আইপিএল যে পরিমাণ অর্থ প্রদান করে, তা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত ক্রিকেট হেভিওয়েট দেশের কাছে স্বপ্ন। তবে দক্ষিণ আফ্রিকা সহ সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে সকল ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে, আর যা অর্থ ঢালা হচ্ছে, তা লড়াইয়ে ফেলতে পারে আইপিএলকে।
কিন্তু আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল আশ্বস্ত, এই ধরণের কোনও টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগই আইপিএলকে টেক্কা দিতে পারবে। এই নিয়ে রয়টার্সকে দেওয়া এক ফোনালাপে ধুমাল বলেছেন, "আমরা কাউকে আমাদের প্রতিযোগিতা হিসেবে দেখি না, কেউই আইপিএলের ধারেকাছেও আসে না।"
"আমাদের শুভেচ্ছা থাকবে সকল বোর্ডের কাছে যারা তাদের নিজস্ব টি২০ লিগ শুরু করছে, তবে আমার মনে হয় না আইপিএলকে কেউই বিপদে ফেলবে।"
বর্তমানে আইপিএলের আনুমানিক ব্র্যান্ড মূল্য প্রায় ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। সদ্য আইপিএল ফাইনাল দেখতে জিও সিনেমায় ১২ কোটি নতুন দর্শক দেখেছে, যা বিশ্বরেকর্ড।