আইপিএলের 'লাস্ট বয়'-কে হারাতে এই দল নামাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩ এর লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার বিরাট বাহিনী মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের। লিগ টেবিলের শেষে থাকা হায়দ্রাবাদ দল ১২ ম্যাচে মাত্র ৪ টি তে জিতেছে। অন্যদিকে আরসিবি ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে।
প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য আজকের ম্যাচ জিততেই হবে ডুপ্লেসি-কোহলিদের। অন্যদিকে শেষে থাকা হায়দ্রাবাদ আপ্রাণ চেষ্টা করবে শেষ স্থান থেকে উঠে আসার।
আইপিএলের 'লাস্ট বয়'- এর বিরুদ্ধে কী দল নামাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল? জেনে নিন
ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), মহিপাল লমরোর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অনুজ রাওয়াত/বিজয় কুমার ভিশক, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল