প্লে অফের দৌড়ে টিকে থাকতে কোন একাদশ নামাবে পাঞ্জাব? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার আইপিএলের ৬৬ তম ম্যাচে খেলতে নামবে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস। দুটি দলেরই ১৩ ম্যাচ খেলে সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ ম্যাচে যে দল জিতবে তাদের কাছে সুযোগ থাকবে প্লে অফের দৌড়ে টিকে থাকার। যদিও সেক্ষেত্রে অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের।
পাঞ্জাব কিংস শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ রানে পরাজিত হয়। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হয়। মাত্র ৫৯ রানে শেষ হয়ে যায় রাজস্থান ব্যাটিং।
শেষ ম্যাচে জিতে প্লে অফের দোড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পাঞ্জাব কিংস যে দল নামাতে পারে দেখে নিন।
শিখর ধাওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, স্যাম কারান, অথর্ব টাইদে, লিয়ান লিভিংস্টোন, জীতেশ শর্মা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার, নাথান এলিস, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা