উদ্বোধনী ম্যাচে কি একাদশ নিয়ে নামবে গুজরাট টাইটান্স? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে। মুখোমুখি হবে গত আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে দুই দল নামবে, সেই নিয়ে আলোচনা চলছে। চলুন দেখে নিই কি একাদশ নিয়ে নামতে চলেছে গুজরাট দল।
ওপেনিংয়ে অবশ্যই থাকবেন শুভমন গিল। তবে গিলের সাথে জুটি কে বাঁধবেন, এই নিয়ে চিন্তা রয়েছে গুজরাট ম্যানেজমেন্টের। যা সম্ভাবনা, তাতে একজন কিপারকে ওপেন করাতে পারে গুজরাট। সেক্ষেত্রে সম্ভাবনা বেশি রয়েছে ঋদ্ধিমান সাহা কিংবা কেএস ভরতের।
এদিকে তিনে খেলবেন কেন উইলিয়ামসন। চারে নামতে পারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেক্ষেত্রে পাঁচে খেলবেন ডেভিড মিলার। ছয় ও সাত নম্বরে খেলবেন দুই অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান।
এদিকে বোলারদের কথা বললে, নিঃসন্দেহে মহম্মদ শামি নেতৃত্ব দেবেন এই বোলিং লাইনআপকে। রশিদও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন গুজরাটের বোলিংয়ে। এদিকে শিবম মাভি ও আলজারি জোসেফ পেস ব্রিগেডের দায়িত্ব নেবেন। আর সাই কিশোরের স্পিনও গুরুত্বপূর্ণ হতে পারে।
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা / সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শিবম মাভি, মহম্মদ শামি, আর সাই কিশোর, আলজারি জোসেফ।