হায়দ্রাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩-এর সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটান্স আর এক ম্যাচে জয় পেলেই পৌছে যাবে প্লে অফ রাউন্ডে। সোমবার আহমেদাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার দল। ১২ ম্যাচে ইতিমধ্যে ১৬ পয়েন্ট গুজরাট দলের।
শেষ ম্যাচে হার্দিকের দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রানে পরাজিত হয়। যদিও রাশিদ খানের দুর্দান্ত অলরাউন্ড খেলা মন জয় করে নিয়েছিল ক্রিকেট ভক্তদের। এই ম্যাচে রাশিদ বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৯ রানও করেন। ২০২৩ আইপিএলের এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীও রাশিদ খান।
লিগ টেবিলের ৯ নম্বরে থাকা হায়দ্রাবাদের বিরুদ্ধে যে প্রথম একাদশ গুজরাট টাইটান্স নামাতে চলেছে তা দেখে নিন এক ঝলকে।
শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, বিজয় শংকর, রাহুল তেওয়াটিয়া, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), রাশিদ খান, মহম্মদ শামি, আলজারি জোসেফ এবং মোহিত শর্মা