ছক্কা হাঁকানোর মেগা শো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএল ছক্কা হাঁকানোর জন্যে রেকর্ড বইতে আলাদা জায়গা করে নিল। এখনও প্লে অফের ম্যাচগুলি বাকি, কিন্তু তারা আগেই বিগত সমস্ত আইপিএলের মোট ছয় মারার রেকর্ডকে এখনই ভেঙে দিয়েছে আইপিএল ২০২৩।
২০১৮ সালের আইপিএলে মোট ছয় হয়েছিল ৮৭২টি, সেই রেকর্ড ভাঙতে চারটি আইপিএল লাগে। ২০২২ আইপিএলে ক্রিকেটাররা মোট ছক্কা মারেন ১০৬২টি, সেই রেকর্ড ভেঙে গেল উত্তেজনাপূর্ন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানস ম্যাচে।
প্লে অফের ম্যাচের আগেই গত মরশুমকে টপকে গেল চলতি আইপিএল। মোট ছক্কা হয়েছে ১০৬৫ টি।