আইপিএল ২০২৩ এর নতুন নিয়মাবলি, যা অমান্য করলেই বিপদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা আইপিএল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২৩। ১৬তম আইপিএলকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বিসিসিআই বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে। এক ঝলকে জেনে নিন আইপিএল এর নতুন নিয়মগুলির সম্পর্কে।
১. টসের পর প্রথম একাদশ - আইপিএলের এই মরশুমে অধিনায়করা টসের পর প্রথম একাদশ ঘোষণা করবেন। এর আগে নিয়ম ছিল ম্যাচের দুই দলের অধিনায়ক তাদের দলের প্রথম একাদশের তালিকা ম্যাচ রেফারিকে টসের আগে দিয়ে দেবে। তবে এই বছর থেকে এই দৃশ্য আর দেখা যায় না।
২. ইমপ্যাক্ট প্লেয়ার- এই আইপিএলের সবচেয়ে আকর্ষণীয় নিয়মটি হতে চলেছে 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম। এই নিয়মের সাহায্যে দলগুলি ম্যাচ চলাকালীন যেকোনো সময় একজন খেলোয়াড়কে পরিবর্ত হিসাবে নামাতে পারবে। পরিবর্ত খেলোয়াড় অর্থাৎ ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করতে পারবেন। তবে অধিনায়কত্ব করতে পারবেন না।
৩. নো-বল, ওয়াইড বলের জন্য ডিআরএস- এবার ডিআরএস এর সুবিধা ওয়াইড-নো বলের ক্ষেত্রেও নেওয়া যাবে। মাঠে আম্পায়ারের নেওয়া ওয়াইড/নো বলের সিদ্ধান্ত পছন্দ না হলে রিভিউ নিতে পারবে দুই দলের খেলোয়াড়রা।
৪. আনফেয়ার মুভমেন্টের জন্য পেনাল্টি- উইকেট রক্ষকদের স্টাম্পের পিছনে অন্যায্য নড়াচড়া বন্ধ করতে কড়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যাটাররা বলে শট মারার আগে উইকেটের পিছনে উইকেট কিপার অন্যায্য নড়াচড়া করলে পেনাল্টি দেওয়া হবে।
৫. স্লো-ওভার রেটের জন্য পেনাল্টি- ২০২৩ আইপিএলে ২০ ওভারের একটি ইনিংস শেষ করতে হবে ৯০ মিনিটের মধ্যে। যদি তা সম্ভব না হয় তাহলে একজন অতিরিক্ত খেলোয়াড়কে ৩০ গজের মধ্যে রাখতে হবে অবশিষ্ট ওভারগুলি খেলানোর জন্য।