পন্থের পরিবর্ত খুঁজে পেল দিল্লি, সৌরভের হাত ধরেই কি দিল্লির পথে অভিষেক?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দিল্লি ক্যাপিটালস-এ বাড়ল বাংলার ক্রিকেটারের সংখ্যা। কলকাতা নাইট রাইডার্স দলে বাংলার কোনও ক্রিকেটার না থাকলেও দিল্লি ক্যাপিটালস আগেই নিয়েছিল পেসার মুকেশ কুমারকে। এবার ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে অভিষেক পোড়েলকে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করল দিল্লি।
ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে। চলতি বছর আদৌ তিনি কামব্যাক করতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। পন্থের পরিবর্তে আপাতত অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু পন্থ তো শুধু অধিনায়ক ছিলেন না, তিনি উইকেটরক্ষকও। সেই দায়িত্ব পেলেন বাংলার অভিষেক পড়েল। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ বার আইপিএলেও সুযোগ পেয়ে গেলেন। দিল্লি দলে রয়েছেন মুকেশ কুমার। বাংলা দলের দুই ক্রিকেটার খেলবেন দিল্লির হয়ে।
প্রসঙ্গত, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্প হয়েছিল কলকাতায়। সেখানে ছিলেন দিল্লির ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ক্যাম্পেই যোগ দেন অভিষেক। তাঁর সঙ্গে ভারতের আরও কয়েক জন ক্রিকেটারের লড়াই ছিল। সেই ক্যাম্পে চোখে আঘাতও পেয়েছিলেন অভিষেক। পরে দিল্লিতে যখন ক্যাম্প হয়, সেখানেও ডাকা হয় অভিষেককে। তার পরেই দিল্লি দলে সুযোগ পেলেন বাংলার এই উইকেটরক্ষক।