ধোনি-কোহলির প্রশংসায় দারুণ খুশি উমরান, গর্বিত বাবা দেশের জার্সিতে দেখতে চান ছেলেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে নিজের গতিতে চমকে দিয়েছেন উমরান মালিক। ২২ বছরের এই তরুণ জম্মু ও কাশ্মীরের পেসার প্রতিনিয়ত ১৫০ কিমি প্রতি ঘন্টায় বল করে সকলের নজর কাড়ছেন। আর এই অস্বাভাবিক গতিতে প্রতিপক্ষের ব্যাটাররা রান করতে অস্বস্তিতে পড়েছে।
এবং অনেকেই মনে করছেন, উমরানের ক্ষমতা রয়েছে এক দিন ভারতের হয়ে খেলার। আর এই তালিকায় রয়েছেন স্বয়ং উমরানের বাবা আব্দুল রশিদ। সর্বভারতীয় এক মিডিয়াকে সাক্ষাৎকারে জানিয়েছেন ছেলে উমরানের স্বপ্নকে। এবং এটি জানাতে গিয়েই রশিদ জানিয়েছেন, কিভাবে ধোনি ও বিরাট কোহলি উমরান মালিকের প্রশংসা করেছেন।
এই নিয়ে রশিদ বলেছেন, "উমরান কিছু জিনিস আমার সাথে শেয়ার করেছে। ধোনি এই খেলার একজন কিংবদন্তি। বিরাট কোহলিও অসাধারণ ক্রিকেটার। উমরানের দুজনের সাথেই দেখা হয়েছে। যখন উমরান আমায় ডেকে এই সব কথা শেয়ার করে, আমি খুব খুশি হই। ও খুব খুশি হয়েছিল খেলার দুই কিংবদন্তির থেকে এই কথাগুলি শুনতে পেরে।"
বাবার স্বপ্ন, ছেলে উমরান একদিন দেশের হয়ে বিশ্বকাপ খেলবে। তিনি বলেছেন, "আমার এক মাত্র স্বপ্ন হল ভারতের জার্সিতে নিজের ছেলেকে দেখার। আমি চাই ও বিশ্বকাপ খেলুক। আমি নিশ্চিত ও এমনটা করবে। ও সেই পর্যায়ে পৌঁছেছে এবং আমি নিশ্চিত ও সেই জায়গায় পৌঁছবে। ও পুরো দেশকে গর্বিত করবে।"