রিপোর্ট : মেগা নিলামে এল এই বড়সড় পরিবর্তন, এই সুবিধা ও অসুবিধা পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এ দুই নয়া ফ্র্যাঞ্চাইজির আগমণের সাথে সাথে মেগা নিলামের আয়োজিত হবে। আর এর জেরে সমস্ত দলকেই কিছু খেলোয়াড় রেখে দিয়ে একেবারে নতুন ভাবে দল তৈরি করতে হবে। যদিও দুই নয়া দলকে নিলামের আগে খেলোয়াড় নির্বাচনের সুবিধা দেবে বিসিসিআই।
এবার যা খবর, মেগা নিলামের আগে পুরোনো আটটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক চার খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। তবে এর মধ্যে রয়েছে জটিলতা। চার খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক তিনজন ভারতীয় কিংবা দুই বিদেশীকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া আনক্যাপড খেলোয়াড়দের ধরে রাখার ক্ষেত্রে সর্বাধিক দুটি স্লট পাবে ফ্র্যাঞ্চাইজিরা।
এদিকে এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির প্রযোজ্য অর্থ বৃদ্ধি পাচ্ছে। আসন্ন নিলামে তা বেড়ে হচ্ছে ৯০ কোটি টাকা। এবং এর পরের দুই বছরে এক ধাক্কায় বাড়তে ৯৫ ও ১০০ কোটি টাকায় বাড়বে প্রযোজ্য অর্থ। তবে কোনও ফ্র্যাঞ্চাইজি যদি চারজন খেলোয়াড়কে ধরে রাখে, সেক্ষেত্রে প্রযোজ্য অর্থের ৪০-৪৫ শতাংশ খরচ হবে, যার ফলে ৩৬-৪০ কোটি টাকায় নিলামে নামতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।
তবে এবারের আইপিএলে পুরোনো আটটি দল সম্ভবত পাবে না রাইট টু ম্যাচ কার্ডের সুবিধা, যার মাধ্যমে নিজেদের পুরোনো খেলোয়াড়দের নিলামে পাওয়া অর্থে ধরে রাখতে পারত। ফলে সেই সুবিধাটি পাবে না ফ্র্যাঞ্চাইজিরা।
এদিকে ২৫ অক্টোবর দুবাইয়ে আইপিএলের দুই নয়া দলের ঘোষণা করা হবে, আর সেখানেই ঘোষণা করা হবে নিলামের নয়া নিয়মগুলি। ইতিমধ্যেই দুই নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বিড করা বেশ কিছু দল দুবাই পৌঁছে গিয়েছে।