রিপোর্ট : পুনে ও মুম্বই জুড়ে হবে আইপিএল ২০২২ এর ৭০টি ম্যাচ, এই তারিখে শুরু হতে পারে টুর্নামেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা চলছিলই, করোনা অতিমারির জেরে আইপিএল ২০২২ কোনও একটি রাজ্যে করা যায় কিনা! এবার সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, মুম্বই ও পুনেতে মোট ৭০টি গ্রুপ ম্যাচ হবে আইপিএল ২০২২ এর।
রিপোরট অনুযায়ী, মোট ৫৫টি ম্যাচ হবে মুম্বইয়ের তিনটি মাঠে - ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। এদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৫টি ম্যাচ হওয়ার কথা চলছে।
এর ফলে, প্রতিটি দলকে ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাটিলে চারটি করে ম্যাচ এবং ব্র্যাবোর্ন ও পুনেতে তিনটি করে ম্যাচ খেলতে হবে, এমনটাই খবর। তবে প্লেঅফসের ম্যাচগুলি কোথায় খেলা হবে, সে নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে রিপোর্ট অনুযায়ী, আইপিএল ২০২২ শুরু করার ক্ষেত্রে দুটি তারিখকে নির্ধারন করা হয়েছে। এই তারিখগুলি হবে ২৬ ও ২৭ মার্চ। এদিকে ২৯ মে ফাইনাল আয়োজন করার পরিকল্পনা চলছে।
তবে অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে, যা ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আয়োজিত হবে।