প্রকাশিত হল আইপিএল ২০২২ এর সূচি, দুই গ্রুপে ভাগ হল ১০টি দল, দেখে নিন পুরো বিষয়টি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা জল্পনা ছিল, তাইই হল। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। আর করোনা অতিমারির সতর্কতায়, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডি ওয়াই পাটিল, এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে আইপিএল ২০২২ এর গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ। ফাইনাল আয়োজিত হবে আগামী ২৯ মে।
প্রতিটি দল মোট চারটি করে ম্যাচ খেলবে ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এদিকে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনে স্টেডিয়ামে তিনটি করে ম্যাচ খেলবে দলগুলি।
এদিকে প্রত্যাশা মতই, ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বিজয়ী হওয়া ও রানার্স হওয়ার উপর নির্ভর করে দলগুলিকে ভাগ করা হয়েছে। এবার প্রতিটি দল তার গ্রুপের দলগুলির বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে, আর দ্বিতীয় গ্রুপে একই সারিতে থাকা দলের সাথে দুটি করে ম্যাচ খেলবে। আর দ্বিতীয় গ্রুপের বাকি চার দলের সাথে একটি করে ম্যাচ খেলবে।
এক নজরে দেখে নিন গ্রুপগুলি -
গ্রুপ এ - মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস।
গ্রুপ বি - চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স।
এবার বিষয়টি বলা যাক, কলকাতা নাইট রাইডার্স নিজের গ্রুপ অর্থাৎ গ্রুপ এ এর বাকি চার দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এরপর গ্রুপ বি-তে কলকাতার সাথে একই সারিতে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে হায়দ্রাবাদের সাথে দুটি ম্যাচ খেলবে কেকেআর। আর শেষে গ্রুপ বি এর বাকি চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে নাইটরা।