রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারের বিতর্কে বড়সড় শাস্তি পেলেন ঋষভ পন্থ ও প্রবীণ আমরে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে শেষ ওভারে হার মানতে হয় দিল্লি ক্যাপিটালসকে। তবে এই ম্যাচের অন্তিম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে বিতর্ক সৃষ্টি করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ।
অন্তিম ওভারের তৃতীয় বলে ওবেদ ম্যাককয়ের একটি ফুলটস ছয় মারেন রোভম্যান পাওয়েল, যা নো বল দেওয়ার দাবি তুলেছিল দিল্লি দল। কিন্তু আম্পায়ার তা না দেওয়ায় দিল্লির দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরে আসার নির্দেশ দেন ঋষভ। এমনকি, মাঠে নেমে আম্পায়ারের সাথে তর্ক করতে যান দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে।
আর এই বিতর্ককে ভালো চোখে দেখা হবে না, সেটিই স্বাভাবিক। কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে ঋষভ পন্থ, প্রবীণ আমরে এবং দিল্লি ক্যাপিটালসের পেসার শার্দুল ঠাকুরকে শাস্তি দেওয়া হয়েছে। ঋষভ পন্থকে ১০০ শতাংশ ম্যাচ ফি এবং শার্দুলকে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিতে হবে।
এদিকে সব থেকে বড় শাস্তি পেয়েছেন আমরে। তাকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দেওয়া হয়েছেই, সাথে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিন অভিযুক্তই নিজেদের অপরাধ স্বীকার করেছে।