প্রকাশিত আইপিএল ২০২২ এর গ্রুপ পর্বের সূচি, উদ্বোধনী ম্যাচেই নামছে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইপিএল ২০২২ গ্রুপ পর্বের সূচি প্রকাশ করল বিসিসিআই। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
প্রথম দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।
এরপর ২৭ মার্চ মরশুমের প্রথম ডাবল হেডার আয়োজিত হবে, যেখানে দিনের বেলার খেলায় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। আর রাতের খেলায় ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আইপিএল গ্রুপ এ দল:
মুম্বাই ইন্ডিয়ান্স
কলকাতা নাইট রাইডার্স
রাজস্থান রয়্যালস
দিল্লি ক্যাপিটালস
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
আইপিএল গ্রুপ বি দল:
চেন্নাই সুপার কিংস
সানরাইজার্স হায়দ্রাবাদ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
পাঞ্জাব কিংস
গুজরাট টাইটানস
ডাবল হেডারের ক্ষেত্রে দিনের বেলার খেলাগুলি আয়োজিত হবে দুপুর সাড়ে তিনটের সময়। আর রাতের খেলাগুলি হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।
মোট ৬৫ দিন জুড়ে ৭০টি লিগ ম্যাচ ও চারটি প্লেঅফ ম্যাচ আয়োজিত হবে। আগামী ২৯ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল। যদিও প্লেঅফস ও ফাইনালের সূচি এখনও নির্ধারিত করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে নক আউট পর্বের সূচি ঘোষণা করা হবে।
দেখে নিন আইপিএল ২০২২ এর গ্রুপ পর্বের সূচি