এগারো ও ৮৩ সহ দেশ-বিদেশের ক্রীড়াগত চলচ্চিত্র উৎসব এবার কলকাতায়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের মাটিতে প্রথমবার ক্রীড়াভিত্তিক সিনেমা নিয়ে হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া (পূর্বাঞ্চল) এর সহযোগিতায় ও সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া।
আরও পড়ুন - কবে ভারতীয় দলে ফিরছেন রাহুল, শ্রেয়াস, বুমরাহ? জানাল এনসিএ
আগামী ২১ জুন ধনধান্যে অডিটোরিয়ামে এই উৎসবের শুভ সূচনা হবে। বাংলা তথা দেশ-বিদেশের নামী ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে কলকাতার নন্দন-৩ তে।
পাঁচটি ভাষায় মোট ১২টি সিনেমা দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৯১১ সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয় নিয়ে তৈরি সিনেমা 'এগারো'।
এছাড়া আগামী ২৫ জুন এই উৎসবে দেখানো হবে '৮৩', যা ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনীর ভিত্তিতে তৈরি। বলা বাহুল্য, এই ২৫ জুনেই লর্ডসে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত।
এছাড়া জার্মানির হোম গেম, মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভিক্টাস, বাংলাদেশের দামালের মত সিনেমাও দেখানো হবে এখানে। আগামী ২২-২৫ জুন দুপুর ১.৩০ থেকে সন্ধ্যে ৭.৩০ এ দেখানো হবে সিনেমাগুলি।