WTC ফাইনালের আগে এই খেলোয়াড়ের চোট চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দলের একাধিক খেলোয়াড় ইতিমধ্যেই চোটের সমস্যায় ভুগছেন। জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার চোটের কারণে ফাইনাল টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে জয়দেব উনাদকাট, শার্দুল ঠাকুর এবং উমেশ যাদবের মতন জোরে বোলার ফিটনেস নিয়ে সমস্যায় রয়েছেন।
এর মধ্যেই ফের দুঃসংবাদ ভারতীয় দলের জন্য। দলের অন্যতম উইকেট টেকার অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন পিঠের ব্যথার কারণে শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে খেলেননি। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টসের সময় অশ্বিনের পিঠের চোটের ব্যাপারে কথা বলেন।
রবিচন্দ্রন অশ্বিনের পিঠের চোট ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দলের জন্য খুব একটা ভাল লক্ষণ নয়। অশ্বিনের পিঠের চোট অতীতে তাঁকে অনেক সমস্যায় ফেলেছে। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে পিঠে চোট নিয়ে খেলেছিলেন।
প্রসঙ্গত, ওভালে ফাইনালের জন্য লন্ডনের উদ্দেশ্যে ভারতীয় দলের খেলোয়াড়রা কয়েক ভাগে রওনা দেবেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড় সহ সাপোর্ট স্টাফ ও কয়েকজন খেলোয়াড় আগামী ২৩শে মে রওনা দেবেন।