IPL 2023 : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুশীলনে হাজির সুনীল ছেত্রী!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩ অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে আরসিবি অনুশীলনে হঠাৎ হাজির ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিরাট কোহলি সহ দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে মজার আলোচনা করছিলেন সুনীল। পাশাপাশি দলের সাথে ফিল্ডিং অনুশীলন করেন এবং বেশ কিছু ডাইভিং ক্যাচও ধরেন এই তারকা ফুটবলার।
ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন সুনীল ছেত্রী। বেঙ্গালুরুকেই নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন ভারত অধিনায়ক। সেই কারণে বেঙ্গালুরুর আইপিএল ফ্র্যাঞ্চাইজিকেই সমর্থন করে থাকেন সুনীল ছেত্রী। পাশাপাশি বিরাট কোহলিরও অত্যন্ত বড় অনুরাগী সুনীল।