প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের দায়িত্ব সামলাবেন লক্ষ্মণ, টেস্ট দল নিয়ে প্রস্তুতি দ্রাবিড়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা খবর উঠে আসছে, তাতে আবারও দুটি আলাদা ভারতীয় দলকে কিন্তু আমরা আবারও দেখতে চলেছি। চলতি আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। তবে আসন্ন ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে চায় টিম ইন্ডিয়া।
আর এই কারণে যা সম্ভাবনা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণকে দেখা যেতে পারে হেড কোচের ভূমিকায়। যা সম্ভাবনা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড টি২০ আন্তর্জাতিক সিরিজে টিম ইন্ডিয়ার হেড কোচ হতে পারেন লক্ষ্মণ।
এদিকে আগামী ১৫ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন রাহুল দ্রাবিড় ও ভারতীয় টেস্ট দল। যার ফলে দ্রাবিড়ের জায়গায় স্টপগ্যাপ কোচের দায়িত্ব নেবেন লক্ষ্মণ।
এমনটা প্রথম নয়, এর আগেও ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় দুটি ভারতীয় দল একই সময়ে খেলেছে গত বছর। তবে এবার একই সময়ে তারা খেলবে না।
যা সম্ভাবনা, আইপিএল ২০২২ এর পারফর্মেন্সের উপর ভিত্তি করে আসন্ন দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য দ্বিতীয় সারির ভারতীয় দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। যার নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান কিংবা হার্দিক পান্ডিয়া।
এদিকে ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, কেএল রাহুল ও ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হতে পারে।