টি২০ বিশ্বকাপের পর এই দেশে সফর করবে টিম ইন্ডিয়া, খেলবে সীমিত ওভারের সিরিজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে চলা টি২০ বিশ্বকাপের সমাপ্তির পর টিম ইন্ডিয়া উড়ে যাবে পড়শি দেশ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক ও একদিবসীয় আন্তর্জাতিক সিরিজ খেলবে তারা। আগামী ১৮-৩০ নভেম্বর এই দুটি সিরিজ আয়োজিত হবে।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, "বিশ্বকাপ শেষে ভারত নিউজিল্যান্ড সফরে আসবে, এবং ব্ল্যাকক্যাপদের বিরুদ্ধে ওয়েলিংটন, টরঙ্গা ও নেপিয়ারে তিনটি টি২০ খেলবে। এবং তিনটি ওয়ানডে আন্তর্জাতিক হবে অকল্যান্ড, হ্যামিল্টন ও ক্রাইস্টচার্চে।"
আগামী ১৮, ২০ ও ২২ নভেম্বর টি২০ আন্তর্জাতিক এবং ২৫, ২৭ ও ৩০ নভেম্বর ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচগুলি খেলবে ভারত ও নিউজিল্যান্ড।
এই সিরিজের পর নিউজিল্যান্ড ভারতীয় উপমহাদেশে হাজির হবে, এবং পাকিস্তান সফর সেরে আগামী জানুয়ারি মাসে ভারতে আসবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টেস্ট খেলতে যাবে কিউইরা।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট এবং তিন ম্যাচের টি২০ ও ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ খেলার পর, ভারত উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। সেখানে জুলাই-আগস্টে তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে।