আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে নামবে টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইসিসি টি২০ বিশ্বকাপে নামার আগে বড় প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া। চলতি বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে নামবে ভারত।
ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে ভারতে টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়া সীমিত ওভারে সিরিজ খেলবে জিম্বাবওয়ে, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে।
এছাড়া, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতে চার টেস্টের সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। তবে সেপ্টেম্বরে এই টি২০ আন্তর্জাতিক সিরিজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের জন্যই, কারণ তার কয়েক দিন বাদেই শুরু হবে টি২০ বিশ্বকাপ।
আইপিএলের পর রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এরপর আয়ারল্যান্ডে দুটি টি২০ আন্তর্জাতিক ম্যাচও খেলবে ভারত।