কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারে ভারত? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলাদেশের বিরুদ্ধে ২-০ টেস্ট সিরিজ জেতার পর ভারতীয় ক্রিকেট দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের আশা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজিত হয়েছিল ভারত।
এবার ফাইনালে নিজেদের ভাগ্য পাল্টানোর সুবর্ণ সুযোগ রয়েছে রোহিত শর্মার দলের সামনে। ভারতীয় দলের আর একটি টেস্ট সিরিজই বাকি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের মাঠে চার ম্যাচের সিরিজ ঠিক করবে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভবিষ্যৎ।
বর্তমানে ভারত ৫৮.৯৩% পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া তাদের ৭৬.৯২% পয়েন্ট। ভারতের থেকে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিতে পারে একমাত্র দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫%) এবং শ্রীলঙ্কা (৫৩.৩৩%)।
ঠিক কি সমিকরণে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারে? জেনে নিন বিস্তারিত
ভারত যদি অস্ট্রেলিয়া সিরিজ ৪-০ ফলাফলে জয় লাভ করে তাহলে তারা ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত করে ফেলবে।
ভারত যদি অস্ট্রেলিয়া সিরিজটি ৩-১ কিংবা ৩-০ ফলাফলে যেতে তাদের পয়েন্ট হবে ৬২.৫০%। এই পয়েন্টের সাথেও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালে উঠতে পারে অন্যদের উপর ভরসা না করেই।
ভারত যদি ২-০ অথবা ১-০ ফলাফলে সিরিজ জয় করে তাহলে ভারতের পয়েন্ট হবে ৬০.৬৫%। এক্ষেত্রে ভারতের ফাইনাল খেলার সুযোগ থাকবে তবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার আসন্ন সিরিজগুলির দিকে নজর রাখতে হবে।
সিরিজটি যদি ড্র হয় (০-০/১-১/২-২) তাহলে ভারতের পয়েন্ট ৬০% এর নিচে চলে যাবে। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হবে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজ ভারতের পক্ষে যেতে হবে।
ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটি ০-১ ফলাফলে হারে তাহলে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা উভয় দলকেই তাদের আসন্ন সব সিরিজেই হারতে হবে।
ভারত যদি সিরিজটি ০-২, ০-৩ অথবা ০-৪ ফলাফলে হারে তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ফাইনাল খেলার সব স্বপ্ন শেষ হয়ে যাবে।